Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাপুঞ্জ

২০১৯ সালের ঘটনা। অফিসের কাজে নিমগ্ন। এমন সময় পঞ্চাশ ঊর্ধ্ব এক মহিলা অফিসের দরজায় এসে জিগ্যেস করলো। বাবা আসব? বললাম আসেন। আসেন বলতেই পায়ের সেন্ডেল খুলতে শুরু করলো। বললাম সেন্ডেল পরেই আসেন। ভিতরে এসে বসতে বলার পরে বসল। জিগ্যেস করলাম কি বিষয়? কিছু না বলেই এদিক ওদিক তাকাচ্ছিল। বুঝলাম বিব্রত বোধ করছে। তাকে সহজ হতে সাহায্য করলাম। এবার বলতে শুরু করলো, বাবা তোমার চাচা দিন মজুর। কোন ছেলে সন্তান নেই। এক মেয়ে ছিল। বিয়ে দিয়ে দিয়েছি। তোমার চাচা একদিন কাজ করলে দুই দিন কাজ করতে পারেনা। আমাদের থাকার ঘরটার খুব খারাপ অবস্থা। একটু বৃষ্টি হলেই ঘরের ভিতরে পানি পরে। রাত জেগে বসে থাকতে হয়। তুমি যদি একটা ঘরের ব্যবস্থা করে দাও তাহলে খুব উপকার হতো।

বুঝলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্যোগ সহনীয় বাসগৃহ বা জমি আছে ঘর নাই প্রকল্পের কথা ইতি মধ্যেই জেনে গেছে। ঐসময়ে ঘরের কোন বরাদ্দ না থাকায় তাকে বুঝিয়ে বললাম বরাদ্দ এলে চেষ্টা করব ইনশাআল্লাহ। সে খুশি মনে চলে গেলো।

তার কিছুদিন পরের কথা। দু’চার দিন পরে রোজার ঈদ। ভেড়ামারা রেল ষ্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। বাড়ী যাব। হঠাৎ তার সাথে দেখা। কুশলাদি জানার পর বলতে লাগলো বাবা এবার ঈদটা মনে হয় করতে পারব না। তোমার চাচার গত ৮/১০ দিন কাজ নেই। কি করব বুঝতে পারছি না।

ইতি মধ্যে আমার ট্রেন প্লাটফর্মে প্রবেশ করেছে। দ্রুত ৫০০/= টাকা তার হাতে গুজে দিয়ে ট্রেনে উঠে পরলাম। ট্রেনে বসে অনেকটা পথ ভাবতে লাগলাম জীবনের কত রং।

আরও কিছুদিন পরের ঘটনা। অফিসে বসে কাজ করছি। আবারও সেই মহিলা অফিসে হাজির। সাথে একটা পোটলা। পোটলাটা আমার সামনে এনে বলল। বাবা এখানে কিছু বাদাম ও দুটি বাতাবি লেবু আছে। আমার গাছের। তোমার জন্য নিয়ে এসেছি। এটা দেখে আমি খুব বিব্রত হলাম। কোন ভাবেই তার এটা গ্রহণ করব না। খুব জোড়াজুরী শুরু হয়ে গেলো। এক পর্যায়ে সে যখন বলল বাবা গরিব বলে নিবে না? তখন আর না করতে পারিনি। আমরা বাঙ্গালীরা মনে হয় একটু বেশীই আবেগী। অল্পতেই আবেগ চলে এসে। আমার জন্য তার এই ভালোবাসা সত্যিই আমাকে আবেগী করে তুলে ছিল।

যাই হোক, পরে অবশ্য তার জন্য মানীয় প্রধানমন্ত্রীর  জমি আছে ঘর নাই প্রকল্প হতে একটা ঘরের ব্যবস্থা করতে পেরেছিলাম। ঘর পেয়ে অফিসে এসে আমাকে ধন্যবাদ দিতে ভূল করেনি। ধন্যবাদ অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রাপ্য। তার যুগোপযোগী পদক্ষেপের জন্য বিভিন্ন দুর্যোগে কষ্ট লাঘব হচ্ছে এদেশের মানুষের। তথা এগিয়ে যাচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ।